BNBC Electrical Part-2020 PDF Free Download

BNBC বলতে বোঝায় Bangladesh National Building Code। প্রতিটি দেশেই তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্মান শিল্পের একটা সংবিধানের মত নীতিমালা বই থাকে। সেটি বিল্ডিং কোড নামে পরিচিত। যেমন আ্যমেরিকায় এসিআই, এএসটিমএম, ইন্ডিয়ায় আইএস তেমনি করে বাংলাদেশে বিএনবিসি।

বিল্ডিং কোডগুলি সরকারী সংস্থা বা আধা-সরকারী সংস্থাগুলি দ্বারা তৈরি করা হয় এবং তারপরে সরকার কর্তৃক সারাদেশে এর প্রয়োগ এবং বাস্তবায়ণ করা হয়। আমাদের দেশে এর উদ্দোক্তা বাংলাদেশ হাউস বিল্ডিং রিসার্চ ইনিষ্টিটিউট এবং Bangladesh National Building Code (BNBC) বাস্তবায়নের কাজটি করে থাকে Ministry of Housing and Public Works.

বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ১৯৯৩ সালে প্রথমবারের মতো ১০০০ পৃষ্ঠার ভবন নির্মাণ, নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট মান ধরে রাখার জন্য নির্মান সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে জিওর মাধ্যমে তা গেজেট আকারে প্রকাশিত হয়েছিল। কোডটির উদ্দেশ্য হ’ল অর্জনযোগ্য সীমা, জীবন, অঙ্গ, স্বাস্থ্য, সম্পত্তি এবং জনকল্যাণে সুরক্ষার জন্য নকশাগুলি, নির্মাণ, উপকরণের মান, ব্যবহার ও পেশা, অবস্থান এবং ভবনের রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম মান প্রতিষ্ঠা করা।

ক্রমেই নির্মান শিল্পের আধুনিকায়ন এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে পরিবর্ধিত হয়ে আজকের ৩ টি ভলিউম বিশিষ্ট কোড বইটি যেখানে প্রতিটি ভলিউমে পার্ট এবং চ্যপ্টার করা নিয়মাবলী বিদ্যমান। সর্বশেষ গেজেট আকারে প্রকাশিত বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) হচ্ছে ২০২০। যেটি ২০২১ সালের ১১ ফ্রেবুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। তার আগে গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল ২০০৬ । এখন থেকে নির্মাণ বিধি হিসেবে BNBC 2020 ব্যাবহার করতে হবে।

BNBC Electrical Part-2020 PDF

শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পাশ করলেই চলবে না এই প্রতিযোগিতার যুগে প্রয়োজন ইলেকট্রিক্যালের প্রয়োজনীয় Codes & Standards এর ওপর পরিপূর্ন দখল নয়তো প্রতিযোগীতার বাজারে ইঞ্জিনিয়ার হিসেবে আপনি পিছিয়ে পড়বেন। অন্তত বাংলাদেশের জব সেক্টরে ভালো করতে হলে আপনাকে বিএনবিসির ইলেকট্রিক্যাল পার্টটুকু জানতেই হবে। যার মধ্যে অন্যতম চ্যাপ্টার হলো BNBC 2020: Volume-3, PART VIII, Chapter-1.

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর যদি কেউ চাকরী বা প্রফেশনাল প্র্যাক্টিস করা শুরু করতে চায় তাহলে তার উচিত অন্তত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডটির ইলেকট্রিক্যাল অংশটুকু ভাল ভাবে অধ্যয়ন করা । সব না বুঝলে ও পুরো কোড টা একবার দেখতে হবে । কোথায় কি আছে জানতে হবে । অন্তত এটুকু বুঝতে হবে – কোডের কোন অংশ কোথায় প্রয়োজন হবে ।

Read the BNBC Electrical with Professionals.

BNBC Guidelines For Electrical Engineers

Student review on BNBC Electrical online course.

Leave a Comment

Scroll to Top