পেট্রোবাংলার অধীনে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এসজিএফএল এর সুবিধা ও দ্বায়িত্ব-কর্তব্য

পেট্রোবাংলার-অধীনে-সিলেট-গ্যাস-ফিল্ডস-লিমিটেড-এসজিএফএল-এর-সুবিধা-ও-দ্বায়িত্ব-কর্তব্য

২০২৪-০৩-১০ইং তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও এর অধীনস্থ কোম্পানিসমূহে জনবল নিয়োগে কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

পেট্রোবাংলার অধীনে গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনের জন্য ০৩টি কোম্পানি রয়েছে। 

  1. বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ – বাপেক্স।
  2. বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড- বিজিএফসিএল।
  3. সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এসজিএফএল।

আজ আমরা পেট্রোবাংলার অধীনে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এসজিএফএল এর সুবিধা ও দ্বায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানবো।

হেড কোয়ার্টারঃ হরিপুর, জৈন্তাপুর, সিলেট।

জব লোকেশনঃ সিলেট বিভাগ।

দ্বায়িত্ব-কর্তব্যঃ বর্তমানে সিলেট(হরিপুর), কৈলাসটিলা, রশিদপুর, বিয়ানীবাজার এবং ছাতক এই ০৫টি গ্যাসক্ষেত্র হতে  তেল/গ্যাস উৎপাদন, প্রসেসিং (শিফট ডিউটি), তেল বিপণন, প্ল্যান্ট মেইনটেনেন্স (জেনারেল ডিউটি) সহ কর্তপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত দ্বায়িত্ব পালন করতে হয়।

বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল-২০১৫ + বাসা ভাড়া ভাতা ৪০℅ (বেসিকের)  +  প্লান্ট অ্যালাউন্স + (বেতনের সাথে অন্যান্য সুবিধাদি)।

বাৎসরিক ইনক্রিমেন্টঃ ০৫% (পাঁচ শতাংশ)।

ঈদ বোনাসঃ ০২টি। দুই ঈদে ০১বেসিক সমপরিমাণ করে। 

উৎসাহ ভাতাঃ ০২টি বেসিক সমপরিমাণ।

Leave Fare Assistance-এলএফএ ভাতাঃ ০১ টি (০৭ দিন ছুটিসহ এক বেসিক সমপরিমাণ বছরে একবার যে কোনো সময় নেওয়া যায়)।

বৈশাখী ভাতাঃ বেসিকের ২০%।

পোশাক ভাতাঃ ০২ টি (গ্রীষ্মকালীন ১টি+শীতকালীন ০১টি, (২০,০০০+১০,০০০) এর থেকে বেশিও হতে পারে, তবে  কম হবে না)।

প্রফিট বোনাসঃ ৫% যা স্থায়ী কর্মকর্তা/কর্মচারী সবাই সমপরিমাণ পাবে। (পরিমাণ কোম্পানির লাভের উপর ডিপেন্ড করে, এটি কয়েক লাখও হতে পারে)

পেনশনঃ পেনশন আছে তবে ১লা জুলাই ২০২৪ইং এর পরে যারা জয়েন করবেন তাদের সার্বজনীন পেনশন ব্যবস্থায় আনার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে।

প্রভিডেন্ট ফান্ডঃ বেসিকের ৫% কর্তন করে রাখে।

পদোন্নতিঃ এসজিএফএল এর চাকরি প্রবিধান অনুযায়ী  উপ-সহকারী প্রকৌশলী পদ হতে পদ ফাঁকা থাকা সাপেক্ষে সহকারী প্রকৌশলী পদে প্রমোশনের জন্য ৫ বছর( ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর, এমন ০৫-পাঁচ বছর(৫টি এসিআর)) । প্রমোশন সাধারণত সময়মতো হয়ে যায়, সর্বোচ্চ ৬,৭ বছর লাগতে পারে। পরবর্তী প্রমোশন সহকারী প্রকৌশলী হতে ডেপুটি ম্যানেজার পদে ০৫-পাঁচ বছর(০৫ টি এসিআর), এরপর ম্যানেজার পদে ০৫-পাঁচ বছর(০৫ টি এসিআর)।

Leave a Comment

Scroll to Top