BNBC-EEE Services for Buildings

[featured_image]
Download
Download is available until [expire_date]
  • Version 2020
  • Download 2
  • File Size 5.35 MB
  • File Count 1
  • Create Date September 6, 2023
  • Last Updated September 6, 2023

BNBC-EEE Services for Buildings

BNBC বলতে বোঝায় Bangladesh National Building Code। এর উদ্দোক্তা বাংলাদেশ হাউস বিল্ডিং রিসার্চ ইনিষ্টিটিউট। প্রথম ১৯৯৩ সালে ১০০০ পৃষ্ঠার নির্মান সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করেন জিওর মাধ্যমে তা গেজেট আকারে অনুমোদন হয়।

ক্রমে নির্মান শিল্পের আধুনিকায়ন এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে পরিবর্ধিত হয়ে আজকের ৩ টি ভলিউম বিশিষ্ট কোড বইটি যেখানে প্রতিটি ভলিউমে পার্ট এবং চ্যপ্টার করা নিয়মাবলী বিদ্যমান।

প্রতিটি দেশেই তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্মান শিল্পের একটা সংবিধান মত বই থাকে যেমন আ্যমেরিকায় এসিআই, এএসটিমএম, ইন্ডিয়ায় আইএস তেমনি করে বাংলাদেশে বিএনবিসি।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর যদি কেউ চাকরী বা প্রফেশনাল প্র্যাক্টিস করা শুরু করতে চায় তাহলে তার উচিত অন্তত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডটির ইলেকট্রিক্যাল অংশটুকু  ভাল ভাবে অধ্যয়ন করা । সব না বুঝলে ও পুরো কোড টা একবার দেখতে হবে । কোথায় কি আছে জানতে হবে । অন্তত এটুকু বুঝতে হবে – কোডের কোন অংশ কোথায় প্রয়োজন হবে ।

এখন অনেকে প্রশ্ন করবে BNBC কোন version অধ্যয়ন করব। BNBC-2020 অধ্যয়ন করুন BNBC-2020 এই কোর্সের শুরুতে আপনাকে দিয়ে দেওয়া হবে। BNBC-2020 গত ফেব্রুয়ারি ১১, ২০২১ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গেজেট আকারে পাশ  করে।তাই আপনি BNBC-2020 ভার্সনটি প্র্যাকটিস করতে পারবেন। অনেক বড় বড় প্রজেক্টে ব্যাবহার হচ্ছে। এই কোর্সটা আপনাদের প্রফেশনাল জীবনে পথ চলাকে সহজ করার জন্য আমাদের প্রয়াস। আশা করি ভাল লাগবে, উপকারে আসবে। ইনশাআল্লাহ

Leave a Reply

Scroll to Top