BNBC-EEE Services for Buildings

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর যদি কেউ চাকরী বা প্রফেশনাল প্র্যাক্টিস করা শুরু করতে চায় তাহলে তার উচিত অন্তত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডটির ইলেকট্রিক্যাল অংশটুকু  ভাল ভাবে অধ্যয়ন করা । সব না বুঝলে ও পুরো কোড টা একবার দেখতে হবে । কোথায় কি আছে জানতে হবে । অন্তত এটুকু বুঝতে হবে – কোডের কোন অংশ কোথায় প্রয়োজন হবে ।