এই ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে আপনি কী কী শিখবেন?

01. AutoCAD
ক্যারিয়ার ট্র্যাকে যারা অংশ নিচ্ছেন, তাদের বেশিরভাগই অটোক্যাড সম্পর্কে বেসিক ধারণা রাখেন; কিন্তু যাদের এই অটোক্যাড নিয়ে ধারণা নেই তারাও যেন এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। এজন্য অটোক্যাডের যেই টুলস এবং কমান্ড গুলো আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং এ প্রয়োজন হয় শুধুমাত্র সেইগুলো দেখানো হয়েছে।
মূল কথাঃ আপনি যদি আগে থেকে কোনো ক্যাড নাও পারেন তবুও এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
02. AutoCAD Electrical
আমাদের লম্বা জার্নি শুরু হবে এটি দিয়ে! ফান্ডামেন্টাল টুলসগুলো থেকে শুরু করে Electrical schematic design, Electrical controls design এবং Electrical documentation জেনারেট করাও শিখবো। দরকারি সব টুলস ও কমান্ড শিখে সেগুলো দিয়ে ২০ এর অধিক শিটের একটি প্রজেক্ট করা শিখবেন। যেখানে ব্যবহার হবে সিমেন্স এর SIMATIC S7-1200 PLC.
মূলত ইন্ডাস্ট্রিয়াল এবং অটোমেশন রিলেটেড সকল ড্রয়িং করার জন্য যে সলিড ফাউন্ডেশন এবং কনফিডেন্স প্রয়োজন, সেগুলো পেয়ে যাবেন এই সেকশনে।
03. BNBC-Electrical Part
BNBC বলতে বোঝায় Bangladesh National Building Code। এর উদ্দোক্তা বাংলাদেশ হাউস বিল্ডিং রিসার্চ ইনিষ্টিটিউট। প্রতিটি দেশেই তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্মান শিল্পের একটা সংবিধান মত বই থাকে যেমন আ্যমেরিকায় এসিআই, এএসটিমএম, ইন্ডিয়ায় আইএস তেমনি করে বাংলাদেশে বিএনবিসি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর যদি কেউ চাকরী বা প্রফেশনাল প্র্যাক্টিস করা শুরু করতে চায় তাহলে তার উচিত অন্তত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডটির ইলেকট্রিক্যাল অংশটুকু ভাল ভাবে অধ্যয়ন করা । সব না বুঝলে ও পুরো কোড টা একবার দেখতে হবে । কোথায় কি আছে জানতে হবে । অন্তত এটুকু বুঝতে হবে – কোডের কোন অংশ কোথায় প্রয়োজন হবে ।
কোর্সের এই অংশে আমরা বিএনবিসির ইলেকট্রিক্যাল পার্টটুকু বিস্তারিত আলোচনা করেছি বাস্তব অভিজ্ঞতার আলোকে।
04. Electrical Services for Residential & Commercial Buildings
আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশেই কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট বলে একটি ফিল্ড রয়েছে। যেখানে সিভিল ও আর্কিটেক্ট এর পাশাপাশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ও কাজ করতে হয় এবং অনেক চাহিদা রয়েছে। কোড ও স্ট্যান্ডার্ড ফলো করে কিভাবে একটি Residential & Commertial Buildings এর যাবতীয় ইলেকট্রিক্যাল ডিজাইন ও ড্রয়িং করতে হবে।
রিয়েল প্রজেক্ট সহ তার বিস্তারিত শিখবো আমরা এই সেকশনে।
05. Electrical Services for Industrial Buildings
কোর্সের দ্বিতীয় সেকশনেতো আমরা ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্স, মেশিন ও প্রডাকশন রিলেটেড ড্রয়িং করার দক্ষতা অর্জন করেছি। এবার শিখবো Industrial Buildings এ Electrical Services ডিজাইনগুলো। যাতে রিয়েল প্রজেক্টও থাকছে।
06. Electrical Substation Design & Drawing-11/.415kv Indoor Type
Residential, Commercial & Industrial Buildings এর জন্য আমাদের ইলেকট্রিক্যাল সাবস্টেশন বসাতে হবে। এই সেকশনে আমরা Indoor Type সাবস্টেশন এর ডিজাইন ও ড্রয়িং নিয়ে কাজ করবো। যেখানে প্রত্যেক স্টেপে ক্যালকুলেশন সহ প্রয়োজনীয় সকল রিসোর্স প্রদান করা হবে।সাথে তো বাস্তব প্রজেক্ট এর এসাইনমেন্ট সহ প্র্যাকটিস রয়েছেই।
সারকথা, আপনি যদি ইলেকট্রিক্যাল ডিজাইনার হতে চান, তবে এই প্রোগ্রাম আপনার জন্য। এই প্রোগ্রামের যেসব ফিচার এবং সুবিধা রয়েছে, সেগুলো আপনাকে যেকোনো ধরনের ইলেকট্রিক্যাল ডিজাইন ও ড্রয়িং নিয়ে কাজ করার বা ক্যারিয়ার গড়ার কনফিডেন্স দিবে এবং আপনাকে একজন প্রফেশনাল ইলেকট্রিক্যাল ডিজাইনার হিসেবে তৈরি হতে সাহায্য করবে।
এছাড়াও আমরা জানি ইলেকট্রিক্যাল ডিজাইন ও ড্রয়িং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য একটি কমন স্কিল। যা আপনাকে শিখতেই হবে ক্যারিয়ারে আরো ভালো কিছু করতে।
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
ABOUT INSTRUCTOR
M. A. RAMJAN, Graduated in B. Sc. in EEE from Reputed University in BD after Completed Diploma in Engineering from Gov. Polytechnic Institute. Also Working now in a Group of Company as an Sr. Executive (Electrical) , Maintenance Department. He has gained 08 years of experience in technical, Electrical & Electronics engineering, project management, and as a Senior Engineer. His experience covers an array of industries including Electrical Design & Drawing, Industrial Maintenance, Industrial Automation, and public works, industrial and mining facilities. Also, he has prepared Electrical plans, performed inspections, and installed planning works for many sites across Dhaka and Over Bangladesh.